কিছু কিছু মূহুর্ত বেঁচে থাকতে বাধ্য
করে মৃত মাসরুমকেও,
কিছু কিছু স্বপ্ন ছুঁয়ে যেতে ব্যর্থ হয়
আগুন,
কিছু কিছু রহস্য হার মানায়
ভালবাসাকেও,
কিছু কিছু শুভ্রতা স্নিগ্ধ রাখে মন ৷


হঠাৎ আয়োজন,
ছুটে এলো মেঘ, শরতের শুভ্র মেঘ,
যে কালকে চোঁখে কাজল
দিয়েছিলো ৷
আজ সে নীলের গর্ব ৷


কাঁশফুলের সাথে কথা হলো,
নতুন পরিচয়,
তবু মনে হলো ,
আমার সাদা গোলাপটি,
যাকে এতদিন খুঁজছিলাম ডায়েরীর
ভাঁজে ,
তারই প্রতিচ্ছবি ৷


সবুজের বুকে হলুদ আকাশ সাজিয়ে
যখন বসন্ত ছিলো,
পাখিরা ছিলো,
সমুদ্র ছিলো,
কেউ বলেনি,
পাপড়িটা কোথায় খুঁজবো ?


হয়তো আজ পেয়েছি সেই রহস্যের
বীজ,
জানিনা ছন্দহীনতায় কতটা অঙ্কুরিত
হবে সে,
তবে তার পায়েলের শব্দ অনুভব
করা যায়,
তার হাসনা হেনার ঘ্রান,
তার দুল পড়া কান,
সব রহস্য খুলে দেয় হৃদয়ের ৷


একটা অজানা আহবান,
সাড়া দিয়ে ফেলি,
বন্ধুত্বের সূচনা হয়,
তবু অপলক দেখি তার হৃদয় ৷


একটু কম বলে, কিন্তু অহংকারের
ছিটে ফোটাও নেই,
তার সৌন্দর্যের কাছে সে নিজেই
নত হয় ৷
তবু তিলত্তমা ৷
নতুন চেতনায় জেগে উঠি আমি,
হয়তো পাবোনা ক্ষমা ৷
তবু চোঁখের
গভীরতা মেপে নিতে চাই,
কি আছে ওর ভেতরে?
বিষণ্ণতার মাঝেও কিসের আহবান?
জানতে চাই ৷