মনের ক্যানসারে ক্ষত বিক্ষত অনুভূতিরা
গোলাপের মুছে ফেলা রঙে ভিজে
আঁধারের বিষণ্ণতায় মলাটের ভাঁজে পুড়ে যায় ৷
জিউসের পাপ সেজে স্মৃতির জানালা ভেঙ্গে,
বেড়িয়ে আসে ওরা মুখোশের আড়াল ছেড়ে ৷
বিভৎস্য অবয়বে হেমলকের প্রলেপ,
অশ্বমেদে প্রক্রিয়ায়
ছিনিয়ে নিলো সুখ ৷
আজ প্রলয় থামানোর ছাতা হয়ে
এক আকাশ নীলের কালো হওয়ার
পাণ্ডুলিপি এঁকেছে ,
আর লিকুইড অক্সিজেনের প্রত্যাশায়
অগ্রণী দালাল যত স্বপ্নের প্রেতাত্মারা ৷