আত্মহনন কোনো সমাধান হতে পারে না কখনও!
অদৃষ্টের অট্টহাসিতে যতই কাঁপুক বুক ,
ভেঙ্গে যাক প্রত্যাশার হিমালয়,
আসুক যতই মহা প্রলয়,
আত্মহনন কোনো সমাধান নয় ৷


কাঁদতে কাঁদতে যখন নদী বয়ে যায় ,
দেয়ালে যখন ঠেকে যায় পিঠ,
যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নেয়,
তখনও আত্মহনন কোনো সমাধান নয় ৷


প্রকম্পিত অনুভূতির ঘরবাড়ি ভেসে গ্যাছে,
অকস্মাৎ হৃদয়ে জলোচ্ছ্বাস ,
শেকড়ের পোকারা সংগ্রামী মানসিকতায়,
তবু আত্মহনন কোনো সমাধান নয় ৷


আজ অর্থহীন বেঁচে থাকার বোঝা যদি ক্লান্ত করে,
যদি অসত্যের দাপটে বিলীন হয় আমিত্ব,
যদি স্বার্থপর হায়নারা ছিঁড়ে খায় শরীর,
তবুও আত্মহননে  সাজাবোনা নিজেকে ভন্ডপীর ৷