তমিজখার মিছিলে গ্যালে ট্যাহা দেয়, চাঁদনীর বাপেও যায়
মোল্লা বাড়ির নুরুল্লাহ চোখ রাঙ্গাইয়া কইয়া গেছিল
''খাগো মিছিলে গেল কিন্তু ভাল অইব না চাঁদনীর বাপ''
চোখ রাঙ্গানীর ফাঁকে ট্যারা চোখে চাঁদনীর দিকে ক্যামনে জানি তাকাইল  
ওড়না ছাড়া চাঁদনী, ওড়না পরবই কিল্লেইগা?
তহনও মাইয়াডা জুয়ান অয়নাই, হাফপেন আর
ফরকের উপ্রে একটা ঝালর দেওইন্না জামাই ফিনতো
হেইদিন বিয়ানে চাঁদনীর মা স্বপ্নে দেখল একটা লাশ আর শকুন
চাঁদনীর বাপেরে মানা করল, হেইদিন মিছিলে গেলনা চাঁদনীর বাপ
কিন্তু দুপুর যাইয়া সুয্য ডুবে-  মাইয়াতো ইস্কুলতে আহেনা
বিপদটা চাঁদনীর মা ঠিকই ট্যার পাইছিল, চিন্তায় ছিল স্বামীরে নিয়া
কচি মাইয়াডারে নিয়া দুশ্চিন্তা হের মাথাতেই আহেনাই
এই বাড়ি ওইবাড়ি নানার বাড়ি সব বাড়ি খোঁজা শেষ
এক ঝোপের ধারে মাইয়ার ছেঁড়া ফ্রকটা পাইল চাঁদনীর বাপ
এবার শব খোঁজার পালা