বিড়াল-কুকুর আদর পায় বড় বড় সব দালানে
অন্যদিকে অনেক মানুষ খাবার খোঁজে ডাস্টবিনে
পরিবারতন্ত্রের মোহে ছাত্রসংসদ সব বন্ধ
দলাদলিতে শিক্ষরা, লাগায় শুধু দ্বন্দ্ব ।


আগে দেখতাম ধর্মঘট- ডাকত ছাত্র-ছাত্রী
এখন শিক্ষকরা করে ক্লাস বন্ধ- বেতন নাকি কম খুবি
ডাক্তার, উকিল থেকে সাংবাদিক- আছেন যত পেশাজীবী
একটু প্রোমোশন পেতে তারা কতইনা করেন তেলবাজি
গায়িকা-নায়ক-নায়িকা থেকে হচ্ছেন মন্ত্রী-পলিটিশিয়ান
আরেক মন্ত্রী কাজ ফেলে দেখ গাইছেন কত গান!
জনগণের কাছে না যেয়ে পাতিরা বড় নেতার পিছন ছুটে
একটা সেলফি-একটু তেলবাজি পোস্ট যাবে ঠিকই জুটে।
কত হাজার কোটি টাকা লুট হল, বিদেশে হল কত পাচার!
সিকিভাগ এর খরচ করলে মাথার উপর ছাঁদ থাকত সবার।
দেশের বেকার ভাত পায়না- বিদেশ কামলা দিতে যায়
এদেশ থেকে বিদেশীরা কত হাজার কোটি লুটে নেয়!


টেলিটক চলেনা কেন যে, যতই টাকা ঢাল
জিপি থেকে হাজার কোটি পাচ্ছে ঠিকই অসলো!
হয়ত আমার মাথাই খারাপ এসব তাই ভাবি
স্বাভাবিক আছেন যারা তাঁদের কাছেই ক্ষমতার চাবি।