এই শহরে আমি একটা মিছিলের স্বপ্ন দেখি
লক্ষ লক্ষ গৃহহীনের মিছিল
ফুটপাথে ওই পলিথিন দিয়ে ঢেকে রাখা সদ্য কিশোরী
টার্মিনালে কুকুরের সাথে শুয়ে থাকা বৃদ্ধ
ট্রাকের তলায় ঘুমিয়ে থাকা যুবক
পার্কের মধ্যে ছাউনি দিয়ে ঘর বাঁধা এক মধ্যবয়স্কা
এরকম গৃহহীন সবাই থাকবে ওই মিছিলে


ল্যাম্পপোস্টের আলোতে যে তরুণী পড়াশোনা করেছে গতরাতে
ফুটপাথে মাটির চুলায় যে বৃদ্ধ ভাত বসিয়েছে সকালে
ডাস্টবিন থেকে বোতল কুড়ায় যে বালক
রেলের জমির বস্তিতে থাকা পতিতা
সবার কাজ সেদিন বন্ধ থাকবে ।


মিছিলটা হঠাৎ করে সোনারগাঁও আর শেরাটন বা এরকম
বড় বড় হোটেলগুলো দখল নেবে ।
অনেক এপার্টমেন্ট তৈরি হয়ে পরে আছে বিক্রির আশায়
সেগুলোও দখল নেবে-
সেখানেও জায়গা না হলে সব জাদুঘর, এমপি হোস্টেল অথবা পার্লামেন্ট ।
এসব দখল হয়ে গেলে রাষ্ট্রের কোন ক্ষতি হবেনা ।