মুখের চেয়ে চোখের ভাষায় বেশী কথা হয়
বুকের চেয়ে চোখের কোণেই দুঃখ লুকে রয়।
চাপা কান্নায় নৈশব্দেই ঝরে যতো কষ্ট
না বলা সব হৃদকথন দৃষ্টিপাতেই স্পষ্ট।
চোখের নেশায় বুকে আশা জাগে দিবানিশি,
চোখের টানেই ভাললাগা ভালোবাসাবাসি।
দাতের আগে চোখই হাসে উজ্জ্বল হয় মনি
চোখ গহীনে লুকিয়ে থাকে দুঃখ-সুখের খনি।
ইর্ষা ঘৃনা হিংসা বিদ্বেষ চোখেই ইঙ্গিত আগে
চোখই স্বয়ং আবেগ আর্তি করুণা ভিক্ষা মাগে।
কাজল কালো চোখ সুন্দর হলে টানা টানা
কাছে টানে দূরে ঠেলে ছলনায় বাহানা।
চোখের আয়নায় মুখচ্ছবি করে বসবাস
চোখের মাঝেই ভাসি ডুবি খুঁজি সর্বনাশ।