আমি ক্ষুদ্র তরী, একা ভাসছি...
জলের অভাব নেই,
তবু তৃষ্ণা মিটছে কই!
একা কাটাই দিনরাত মাস বছর...
কোনও কূল কিনারা খুঁজে পাই না!
আর পাঁচটা দিনের মতো এই দিনটাও ফ্যাকাসে-
গোলাপের গোলাপী ধুলো মেখেছে সারা মুখে:
ও মুখ দেখানো যায় না!


আমি ক্ষুদ্র তরী, একা ভাসছি...
ঝড় এসে তরী ডোবায় না কেন!
আমি ডুবে যেতে চাই অতল তলে-
যেখানে ঝিনুকে লুকিয়ে থাকে মুক্ত |
গোলাপীর গায়ে এখনও ধুলো লেগে আছে,
তবু চাতকের চোখ বৃষ্টির আশায় চেয়ে থাকে আকাশ পানে!