পুরুষ, তোমার কেন কোনও নারী সঙ্গ নেই?
তুমি পুরুষ নও, কাপুরুষের অধম।
পুরুষের অর্থ তুমি বোঝো না।
তোমার নেই মান, নেই সম্ভ্রম।
গোপীদের ছায়ায় নিদ্রা যান নারায়ণ-
মহাপুরুষ তিঁনিই, তিঁনিই করম ধরম।


নারী, তোমার এতো পুরুষ সঙ্গ কেন!
গঙ্গার পবিত্রতা নষ্ট করেছ তুমি।
সীতা লক্ষ্মীর চরণে নেই তোমার ঠাঁই!
ছেড়ে চলে যাও এ ভারত ভূমি।
তোমাকে নিষিদ্ধ করা হোক, তোমার মুখ বন্ধ হোক।
সতীত্বকে দাওনি তুমি কোনও দামই।