নদী যায় বয়ে-
দিনকাল যুগ যায় ফুরায়ে।


সকালের পর দুপুর, দুপুর গড়িয়ে বিকেল,
বিকেলের পর নামে সন্ধ্যা, তারপর রাতের খেল।


গ্রীষ্মের পিছু পিছু বর্ষা, বর্ষা গেলে আসে শীত,
ফুরিয়ে যায় বছর, শেষ হয় গীত।


শৈশবের পর কৈশোর, কিশোর বড় হয়ে তরুণ,
তারপর মধ্যবয়সী, বার্ধক্যের মরণ জ্বালা দারুণ।


একদিন জন্মেছিল এই পৃথিবী, তারপর এল প্রাণ,
একদিন নিভবে সূর্য, ফুরাবে জীবন...