আজ শান্ত হলুদ মনে
আছি বসে নির্জন কোণে
ধূসর বালির পাশে।
আসবে নাকো তুমি,
রাঙাবে না ভূমি।
কে আমায় ভালবাসে?


একাকী বসে
বেদনারই রোষে
বাজাই আমি বিরহের বাঁশি।
পড়ন্ত উদাস বিকেলে
করুণ সুর ডানা মেলে,
শুকনো পাতায় ধুলোর রাশি।


মেঘের ভেলা যায় উড়ে
দেশ হতে দেশান্তরে
আমার একা থাকার খবর দিতে।
সূর্যের আলোর আনাগোনা
রাঙায় তার ডানা।
ফুল ফুটবে কী এবার বসন্তে!


তুমি বাড়ালে দুটি রাঙা হাত-
এখন ভোর, অতীত রাত।
আমি গাইবো এবার গান...
জীবনে এলো লাল নীল,
জলে ভাসলো নদী ঝিল,
গিটারে লাগলো তার তান!