১) আজেবাজে চিন্তা


যে বেঁচে আছে, তার চিন্তা থাকবেই।
যে বেঁচে নেই, তার চিন্তাও নেই।


জীবিত মানুষের চিন্তা আসে।
সারাদিন সারাক্ষণ।
বাবা বলেন, 'অত ভাবিস না'।  
মা বলেন, 'আজেবাজে কথা ভাবিস না'।
কবি মানুষের ভাবনা এসেই যায়-
দুঃখের কথা, ক্ষোভের কথা কবিরা ভাবে বেশি,
মানুষও তাই
কারণ প্রত্যেক মানুষই একজন কবি-
জীবনটা একটা চলমান কবিতা।


দুঃখই দেয় সুখের খোঁজ।
ক্ষোভই দেয় বীরত্বের সম্মান।
কবিরা সুখী, কবিরা বীর।
মানুষও কবিদেরই মতো।


সুখের খোঁজে, বীরত্বের খোঁজে
আমরা সবাই তাই আজেবাজে চিন্তা করি।


২) হারানো সম্পত্তি


মানুষে মানুষে কথা নেই।
মানুষ মানুষের মুখ দেখে না।
মানুষ মানুষকে শ্রদ্ধা করে না।
মানুষ তাই একা।


জোড়ায় থেকে যেখানে সুখ নেই,
সেখানে একা থাকাই শ্রেয়।
কিন্তু একা থাকায় শান্তি কোথায়?
শান্তি ছাড়া সুখ অধরা।
  
তাই মানুষ আজ কুকুরের মতো কাঁদে-
কুকুরের চোখের জল দেখা গেলেও,
মানুষের চোখের জল দেখা যায় না-
মানুষের চোখের জলে কেবল তিক্ততা।