ভারত ধর্ম নিরপেক্ষ দেশ-
কোনও ধর্মের ফতোয়া এখানে চলবে না।


ঘরের ভিতর আমি একজন হিন্দু হতে পারি,
মুসলমান বা খ্রীষ্টান হতে পারি...
কিন্তু ঘরের বাইরে আমি একজন ভারতীয়।
একজন ভারতীয়র ক্ষতি মানে আমার ক্ষতি।
ভারতীয় হয়ে ভারতীয়র পাশে দাঁড়ানো আমার ধর্ম।


যত বেশি ভণ্ড, তত বেশি ভক্ত।
যত বেশি উদার, তত ভালো মানুষ।
আমি কারো ভক্ত হতে চাই না ,
আমি মানুষের মতো মানুষ হবো।


আমার ধর্ম মন্দির, মসজিদ, গির্জায় নয়,
আমার ধর্ম মানুষের দরবারে...