আমার লড়াইটা আমার নিজের সাথে,
অন্য কারো সাথে নয়।
আমি নিজেই নিজের শত্রু !
না, নিজের বড় হওয়াকে নয়,
ছোট হওয়াকে আমি ঘৃণা করি।
তাই ভালো থেকে আরো ভালো হতে চাই।
আরো ভালো থেকে উত্তম।
চাবুক চালাই নিজের গায়ে।
তাই আমার মধ্যে করো ওপর হিংসাবোধ জন্মায় না।
লোকে ভাবে আমি বুঝি স্বার্থপর
কিন্তু আমি আত্মমগ্ন।
লেখাপড়াতেও আমি হিংসা করি না।
আমার লড়াইটা আর পাঁচজনের মতো নয়।
আমি ইঁদুরের মতো দৌড়াই না, ঘোড়ার মতো দৌড়াই !