আমি দেখেছি ভবিষ্যতের দিকে-
ধোঁয়ায় ভরা চারদিকে তাকালে
জ্বালা করে চোখ, নাক বন্ধ হয়ে আসে, গলায় ঝাঁজ লাগে...
অনিশ্চয়তা পাথরের থেকেও কঠিন।
রাতের অন্ধকারকে লাগে না ভয়
কারণ সূর্যোদয় ঘটবে রাত পোহালেই।
দূষণের রাহু গ্রাস জ্বালিয়ে দেয় প্রাণের প্রদীপের বুক !
ধোঁয়াশায় ধাঁধা লাগে এই পৃথিবীতে।
ভবিষ্যতের বিবর্ণ মুখে নিয়তির অট্টহাসি...