আমি পথভোলা শিশু,
দোষ করেছি কত।
তোমার চরণে করছি তাই
আজ মাথা নত।


ক্ষমা করে তুমি
নেবে তুলে কোলে।
প্রাণের প্রদীপ
উঠবে জ্বলে।


ছোট্ট নদী মিশবে গিয়ে
মহাসাগরের বুকে।
পাপ পুণ্যের হিসাব নিকাশ
সব যাবে চুকে।


মনের আলোয় যাবে ভরে
অনন্ত নীল আকাশ।
সবুজের ছোঁয়া ধরাতলে
থাকবে বারো মাস।


মৃদু বাতাস আঁকবে জলে
শিল্পী প্রাণের আলপনা।
বাসা ছেড়ে পাখিরা সব
উড়বে মেলে ডানা।


মৌমাছিরা গুনগুনিয়ে গাইবে
ঐক্যের গান।
ফুলে ফলে যাবে ভরে
তোমার থান।


শান্তি মাখা সৌন্দর্যে,
সুখ মাতাবে চারিধার।
চিরতরে তোমাকে করেছি দান
এই ক্ষুদ্র জীবন আমার।