আমি দেখেছি নিজের চোখে-
বই পোড়াতে, ফুল গাছ উপড়ে নিতে...
হাতে বন্দুক ধরিয়ে দিয়ে ওরা বলেছে আমায়-
যুদ্ধে নিজের জীবন দিতে |


পরিবারের কথা ভেবে
আমি চলে গেছি সুদূর প্রান্তরে |
ফিরবো না জেনে রেখে গেছি চিঠিখানা-
শূন্য খামটা বয়ে নিয়ে গেছি অন্তরে |


জীবন জন্ম নেয় বেঁচে থাকবে বলে-
জীবন কখনোই চায় না নিঃশেষ হয়ে যেতে |
কত পিতা, কত ভাই, কত স্বামী, কত সন্তান...
বেঘোরে হারিয়ে যায় অচেনা অজানাতে!


শেষ পর্যন্ত কে জেতে- সৈনিক, দেশ, নেতা না ইতিহাস?
লোভ আর ক্ষমতার এ এক হিংস্র পরিহাস |