এক দিন নয়, দু দিন নয়,
দু বছর আমি করেছি উপবাস |
সাক্ষী প্রকৃতি, সময়, জগৎ...
নাকে পাইপ গুঁজে খাওয়ানো হতো বারোমাস!


কোনও লাভ হল না-
বিচার পেল না ধর্ষিতা নারীর দল;
বিচার পেল না গ্রামের দশ জন নিরীহ মানুষ,
যাদের জঙ্গি সন্দেহে ছুঁড়েছিল গুলি পুলিশের বন্দুকের নল |


আমি আর উপবাস করব না,
লড়ব, জিতব ইলেকশন |
মন্ত্রী হলেই পারব আমি
মারতে যত শঠ শয়তান |  


মা দাদা মুখ দেখলেন না আমার,
বললেন, 'শপথ ভঙ্গ করাটা পাপ' |
যতদিন না বিচার পাই ফিরব না বাড়ি,
ফুঁসে ওঠে বিষধর সাপ |


রাজ্যের লোক বললো, 'বিশ্বাসঘাতক'!
পরোয়া করি না, আমি যা করি তা ঠিক |
কিন্তু ভোটে জেতা আর হল না-
মানুষ পাশে দাঁড়ায়নি অধিক |  


এবার আমি বাঁচতে চাই
আর পাঁচটা মেয়ের মতো-
বিয়ে করব, মা হব...
কিন্তু কোনও পুরুষ এল না কাছে সারাতে আমার ক্ষত!


নষ্ট হব মনে হল-
গেলাম নাইট ক্লাব, ডাকলাম হাতছানি দিয়ে সেথায়,
কেউ এল না, কেউ বললো, 'বারাঙ্গনা'...
রাজ্যবাসী নির্বাসিত করল আমায় |


যোগ দিলাম জঙ্গি শিবিরে-
বন্দুকের নলে আনবো স্বাধীনতা |
হায় রে, পুলিশের গুলিতে নিহত আজ তিনি-
রাস্তার জমা জলের মতো স্তব্ধ মানবতা |