কে বড় একটু ভেবে বলুন দেখি?
ধ্যান, জ্ঞান, কর্ম, ভক্তি না আশা?
নানা মনের নানা মত, কেউ নয় ফাঁকি,
তবে নানা ভাবের একই ভাষা।


ধ্যানেই প্রশান্তি, প্রশান্তিতেই জ্ঞান লাভ।
জ্ঞানী মানুষ কর্মে অটল, অজ্ঞানী কেবল ঘুমায়।
কর্ম করেই ভক্তি আসে, নিরলসের নেই লোভ।
রোজ সূর্য ওঠে আশার সাথে, আশা ছাড়া জীবন কোথায়?


কে বড় একটু ভেবে বলুন দেখি?
খিদে, তৃষ্ণা, প্রেম, স্বচ্ছন্দ না আশা?
নানা মনের নানা মত, কেউ নয় ফাঁকি,
তবে নানা ভাবের একই ভাষা।


খাদ্য ছাড়া জীবনহানি, তৃষ্ণা মিটলেই বল।
জীবন ধারণ করাতেই প্রেম, মানব মানবীর উপাখ্যান।
বস্তু সুখেই স্বচ্ছন্দ, সুখের আমেজ অবিকল।
আশা ছাড়া শান্তির বাণী ভেঙে খান খান।