বড় হতে গেলে অবাঙালী হতে হয়:
ভাষাকে ঝুল বলে ঝাড়ু দিয়ে ঝেড়ে ঘর পরিচ্ছন্ন রাখো, অতিথি আসবেন;
হাত দিয়ে মাছের কাঁটা না বেছে, কাঁটা চামচ দিয়ে কাটলেট খাও;
পায়জামার দড়ি বাঁধার অসুবিধা হলে, বেল্ট দিয়ে কোমর বেঁধে জিন্স পরো পাঞ্জাবির সাথে;
গোলগাল ফুচকা মুখের সমাজে ঠাঁই নেই, জিম করে চেহারা বানাও...


সব ভুলে গেলেও- কাঁকড়া প্রথার, পরচর্চা প্রথার, হুজুকে প্রথার ভাটা পড়েনি;
যেমন মাঝে মাঝেই বধূ নির্যাতন, সতীদাহ, পণ- এর কথা শোনা যায়।


আত্মঘাতী আমি, আত্মঘাতী আমরা: ভিতরে বাইরে;
আত্মঘাতী সবাই: দেশে বিদেশে;
আত্মঘাতী বাঙালি: ভালো ভুলে, মন্দে মাতে;
আত্মঘাতী রবীন্দ্রনাথ: নোবেল হারিয়েছেন নিজেরই অজান্তে।