সম্পর্ক রাখি না মানুষের সাথে,
তাই সম্পর্ক ভাঙার নেই অধিকার।
এ বিশ্ব আঁতুড়ঘর। সম্পর্কের হেতু ও উৎপত্তি।
একা বাঁচার ভীষণ জ্বালা- চারদিকে তাই হাহাকার।
বিনা অপরাধে হাতকড়া পরেছি।
অপরাধ করে পরতে চাই একবার।
মানুষের কাছে আজ মানুষই আসামী।
নিজের দোষ দেখার সৎসাহস আছে কার ?