আমার ভাই বলেছিল ওর বন্ধুর সাথে দেখা করতে,
আমি শুনেও শুনিনি।
তখন আমি ছিলাম আমার আলো,
যেমন রাতের আকাশকে আলোকিত করে চাঁদ।
কিন্তু দিনের আলোর মহিমা আমি তখন বুঝতাম না:
দিনের আলোর রোশনাই বিলীন করে দেয় সহস্র নক্ষত্র এক নিমেষে।
উনি ভালোবাসা শেখালেন, আমি ভালোবেসে ফেললাম:
একবারের জন্য সূর্যের আলো প্রকাশ পেল মধ্যরাতের আকাশে !
ও ভালো রান্না করতে পারে
আর আমি খেতে ভালোবাসি...
বিদ্যুৎ চমকায় বহুবার,
ভবিষ্যতেও চম্‌কাবে !
তবুও একজন পুরুষই একা সূর্য হয়ে বেঁচে থাকবে অনন্ত নীল আকাশে
আর চিরকাল আলোকিত করবে এই চাঁদকে।
আমার সকল পুরুষ ভক্তের মধ্যে আমি দেখি ওর মুখ।