পায়রা ওড়ে, ওড়াও |
বাজি পোড়ে, পোড়াও |


মানুষের মনে শান্তি নেই,
মানুষের মন সদা চঞ্চল |
তাই নিজের দূষিত যা কিছু
সে ঢেলে দেয় অনাবিল প্রকৃতির কোলে,
নিজের বিষাক্ত দু হাত দিয়ে গলা টিপে ধরে
সদা করুণাময়ী মাতৃস্বরূপা প্রকৃতির |
প্রকৃতি জবাব দেন, মানুষ শিখেও শেখে না |
কয়লার কালো যেমন শত ধুলেও সাদা হয় না,
ঠিক তেমনই মানুষের চরিত্র শত আলোর
রোশনাই পেলেও অন্ধকার থেকে মুক্ত হতে পারে না |


সময়ের সাথে সাথে মানুষ বদলায়, বদলায় আইন |
সময়ের সাথে সাথে বদলায় মানবিকতা,
বদলায় আইন প্রণয়ন |
কলি যুগে মানুষ ছাই মাখে দু গালে,
দু হাতে মাখে হাড়িকাঠে সদ্য বলি হওয়া
বিচার বিবেচনা বোধের তাজা রক্ত |


শব্দ দূষণ, বায়ু দূষণের সাথে যোগ দেয়
অর্থ দূষণ ও রোগ দূষণ |
লেখাপড়া এখানে চাঁদের কালিমা,
যা সুন্দরকেও কলঙ্কিত করতে ছাড়ে না |


ধর্মের অনুশাসন বেঁধে রাখতে পারেনি মানুষকে,
আইনের অনুশাসন কী তা পারবে?
ধৃতরাষ্ট্র জন্মান্ধ জানি
কিন্তু গান্ধারীর চোখের বাঁধনটা খুলে দেওয়া দরকার-
অনাচার অবিচারের রূপ দেখুক ধর্মক্ষেত্র |
মানুষ আজ অন্ধ হলেও,
আইন ব্যবস্থা হোক অজেয় |