মাগো, জন্মেছি তোমার ঐ কোলে,
ভেবো নাকো পথ ভুলে।
যারপরনাই ভাগ্যবান
আমার এই ক্ষুদ্র প্রাণ।
তোমার ভূমি আমার স্বর্গ।
তোমার মহিমা আমার গর্ব।
তোমার কোলেই আসব ফিরে আবার-
নিচ্ছি এই শপথ বারবার।
তোমার মমতা আছে সদা চোখ চেয়ে।
আমার ভাই বোনের মতো তোমার ছেলে মেয়ে।
তোমার আকাশ বাতাস মাটি জল:
আমার চোখ ছলছল...
তোমার রূপ গুণ:
বুনি জাল সারাক্ষণ।
তোমার রূপ রস গন্ধ,
আমার জীবনের সুর তাল ছন্দ,
একাকার মিলেমিশে।
তোমার আশীষ আছে মাথার, চিন্তা আর কীসে।
মাগো, প্রণাম করি তোমায়।
জীবন আমার হোক আলোকিত তোমারই আলোয়।