কবির সন্তান মানুষ হয়নি-
শিক্ষার অভাবে নয়, শাসনের অভাবে।
কবির স্ত্রী ছেড়ে চলে গেছে-
প্রেমের অভাবে নয়, বাসনার অভাবে।
কবি নিজের পায়ে দাঁড়ায়নি-
চাকরি নেই বলে নয়, প্রতিভা বেচে সে খায় না।
কবির সংসার হয়নি-
চরিত্রের দোষ আছে বলে নয়, সে বাউল।