চন্দ্রগুপ্তের সমীপে সেলুকাস করলেন নতিস্বীকার |
চাণক্যের কূট বুদ্ধির পরিধি অপার ||


মৌর্য বংশের প্রতিষ্ঠাতা- প্রায় গোটা ভারত ময়দান মাঠ |
বিশ্বকাপ জিতেছেন- খেলার নাম রাজপাট ||


অর্থ ও ক্ষমতার শুরু আছে- নেই কোনও শেষ |
জৈন ধর্ম শান্তি দিলে, ছাড়লেন রাজবেশ ||


সাধু সন্তের সাথে ঘুরে পেলেন অমৃত কুম্ভের সন্ধান |
উপবাস করেই করলেন তুচ্ছ জীবন দান ||


প্রথম জীবনে পৌত্র অশোক ছিলেন চণ্ডাল সম্রাট |
রক্তের তিলকে আঁকতেন তাঁর কান্তিময় ললাট ||


রক্তের নেশা তাঁর, আফিমের মতো ঝিমুনি |
গরম রক্তের পিপাসায় ঠান্ডা মাথার খুনি ||


কলিঙ্গ যুদ্ধে লক্ষ মৃতদেহ জাগালো অন্তরের বোধ |
বুদ্ধের চরণে সমর্পিত প্রাণ, শিশুর ক্রন্দনে বিবেকী অবোধ ||


প্রজারা আমার সন্তান- মুক্তি খুঁজি তাদের সেবায় |
ভালো কাজের ব্রত, মানুষের চোখে ধর্মের অভ্যুত্থান, চণ্ডালের অবক্ষয় ||


চলবে