ঠাকুর পুজো মানে ধর্ম নয়- সেবা ধর্মই তার প্রকৃত রূপ |
মানুষের বেশ ধরে তিঁনি এসেছেন ধরায়- জ্বালাও চেতনাময় অন্তরের সুগন্ধি ধুপ ||


সনাতন শুধুমাত্র সহিষ্ণুতার প্রতীক নয় |
সকল ধর্মমতকে সত্য রূপে বিশ্বাস করার আশ্বাস সে দেয় ||  


ভারতবর্ষ সবার ঘর- সনাতন মানে মিলন |
চিকাগো বক্তৃতায় শ্রুতির বিজয় সম্মান- স্তম্ভিত দেশের জনগণ ||


তিঁনি সন্ন্যাসী, তিঁনি বীর- তাঁর বাণী জগতে এনেছে কম্পন |
খুলে দাও হৃদয়, উদার হোক মন ||

তাঁকে যায় না ডাকা থাকলে পেটের খিদে |
নিজের পায়ে দাড়াও আগে, তারপর সেবা- নিওনা সুবিধে ||


ভারত জড়বাদী নয়- চৈতন্যের শক্তিই তাঁকে তুলবে জাগিয়ে |
বিশ্বব্যাপী যে লোভের আগুন, ক্ষোভের আগুন- এক ঝাপটায় দেবে নিভিয়ে ||


রাজনৈতিক ক্ষমতা অর্জন অথবা সাম্রাজ্যবাদ নয়কো আদর্শ |
পীড়িত আর্তের মেটায় ক্ষুধা, মেটায় জ্বালা- প্রাণে হর্ষ ||


ভারতই দেখাবে পথ- বিপথগামী বিশ্বের খুলবে দু চোখ |
সূর্যোদয় হয়ে প্রবেশ করবে ঘরে ঘরে অন্তরে অন্তরে মঙ্গলালোক ||


চলবে