ভারত চরিত মানস



সূর্যের তেজে গর্জে ওঠে সিন্ধু নদ |
হীরের ন্যায় গৌরব মন্ডিত ছিল আমার জনপদ ||


সিন্ধুর কোলে সভ্যতা ছুঁয়েছিল শৃঙ্গের শিখর |
সেই সকল মানুষজন আজও ইতিহাসের পাতায় অজেয় অমর ||


সিন্ধুকে ভুল করে বলতেন মানুষ 'হিন্দু' |
যা সিন্ধুর পূর্ব পাড়ে অবস্থানকারী মানুষদের কেন্দ্রবিন্দু ||


মানুষ বাঁচতেন মানুষেরই মতন- কেউ ছিলেন না ইতর |
ইতিহাস পেয়েছে খুঁজে মানুষের মনের অব্যক্ত উত্তর ||


মানুষের জন্মই মৃত্যুর হেতু- সভ্যতাও মরণশীল |
তবু জীবন অজেয়, জন্মের পর জন্ম- সভ্যতার পর সভ্যতা, কোথায় পাঁচিল ||


সিন্ধু কয়, আমি জন্মের হেতু, সবিতার উদয়ন |
আমি হিন্দুস্থানের আদি পিতা, ভারতমাতার ত্রিনয়ন ||


সূর্য ওঠার সাথে সভ্যতার জাগরণ এই পূর্ব পাড়ে |
স্তব গানের ভিড়ে মঙ্গলদ্বীপ জ্বলতো মানুষের ঘরে ঘরে ||


(চলবে)