ভারত চরিত মানস


বিশ্বসম্রাট আলেক্সান্ডার বিচিত্রতা দেখে মুগ্ধ মাতাল |
রাজার নিকট রাজার আচরণ- আদি অনন্তকাল ||


বটও গাছ, চারা গাছও গাছ- অধিকারে বনাঞ্চল |
পরিশ্রুত বায়ু প্রদান করে উভয়ই- অটল অবিচল ||


বিশ্বসম্রাটের বিজয় রথ থমকে গেল হঠাৎ |
ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকেই দর্শনের উৎপত্তি- স্তব্ধ অভিঘাত ||


অমূল্য শিক্ষায় মানুষ হলেন হে মহাবীর |
যুদ্ধ করে কী লাভ, অশান্ত জীবন স্থির ||


বিজয় করতে এসে ভালোবেসে ফেলা |
কে বিজিত, কেবা পরাজিত- মেঘ রোদ্দুরের খেলা ||


পুরুষের পৌরুষ নারীর মমতার কাছে করে মাথা নত |
নারী ছাড়া অর্ধাঙ্গ সে, হোক না বীর যত ||


দর্শন মানুষ গড়ে তোলে, তাই সে নারী |
নারীর গর্ভেই বড় হয় পুরুষের ভ্রূণ- পুরুষের পৌরুষ অঙ্গ তারই ||


মণি রত্ন অঢেল, তবু ভোগবাদী নয় সত্তা |
ভোগে তৃপ্তির শেষ নেই, জানান হৃদয়ে বিরাজমান কর্তা ||


(চলবে)