ভারতমাতার সত্তা ক্রমে লাগলো হারিয়ে যেতে |
ব্যবসা ছুটলো সময় হয়ে- বর্তমান রইলো পড়ে পিছনেতে ||


কেউ কেউ বাবু হল বুটের ময়লা মুছে |
কেউ কেউ রাষ্ট্রদ্রোহী- বুকে বোমা বেঁধে গাড়ির নীচে ||


শক্তিশালীকে হাতে মার, তার ক্ষমতা যায় দ্বিগুণ বেড়ে |
ব্যবসা নষ্ট করে যদি খাওয়ার থালা নেওয়া যায় কেড়ে ||


যে অভিপ্রায় এসেছিল, তা যদি থাকে অপরিপূর্ণ |
একসাথে থাকা নয়, একসাথে কাজ নয়- তাহলেই দর্প চূর্ণ ||


গোলা গুলি অনেক ছুটেছে এদিক ওদিক থেকে |
শ্রদ্ধা রাখি সবার 'পরে- শান্তিপ্রিয় মানুষের নিশানা যায় বেঁকে ||


রাজার রাজত্বে সবাই রাজা |
সকলকে ছাড়া রাজার নেইকো কোনও স্থান- আজব সাজা ||


উগ্রতার জবাব উগ্রতা- সবাই জানে |
নম্রতার জবাব কী কারো আছে জানা- প্রশ্ন ঘোরে কানে কানে ||


অবশেষে ত্রিরঙ্গার প্রাপ্তি মর্যাদা- নতুন সূর্যোদয় |
অমূল্য রতন রাখতে কী পেরেছি ধরে- নিজেকেই সন্দেহ হয় ||


(চলবে)