মানবিকতা উন্মুক্ত- নিজের মধ্যে মানুষ না যেন থাকে বদ্ধ |
সূর্যের মতো উজ্জ্বল দুই মনীষী- মহাবীর ও বুদ্ধ ||


তিন জনকে যায় না রাখা লুকিয়ে |
সূর্য, চাঁদ ও সত্য- আপন উজ্জ্বলতায় মহীয়ান সব বাঁধা চুকিয়ে ||


নিজেকে সত্যিই যে ভালোবাসে, অপরকে সে আঘাত না করে |
তোমার উগ্রতার শাস্তি পাবে তুমি- উগ্রতাই মৃত্যু হয়ে আসবে তোমার দ্বারে ||


সুখী মানুষ বাদ বিচারকে দেয় না কোনও ঠাঁই |
ভালোবাসো, ক্ষমা করো- দেখবে সুখের অন্ত নাই ||


মানব মনের চিন্তাধারাই গড়েছে এই পৃথিবী |
অন্ন ভাগ করে খাও- শান্ত সুন্দর ছবি ||


বিশ্বাস ও প্রার্থনা প্রত্যক্ষ করা যায় না |
বহু দুর্লভ আপন করে, নেইকো অজানা ||


অপরকে  ভালোবাসতে পারা, শান্ত জীবনযাপন |
অকপটে বয়ে যেতে দেওয়া সময়ের নয়ছয়, গর্বের মরণ ||


অতীত যতই কঠিন হোক- আবার শুরু করা যায় |
কাজই পরম ধর্ম- অন্ধ আকাঙ্ক্ষায় ভয় ||  


চলবে