নিজের অন্তরের শব্দ শোন- সেইই পরম সত্য |
কবীর কাব্য করেন- হিন্দু মুসলমান একই নাম, একই গোত্র ||


দেহের বিনাশ আছে কিন্তু জ্ঞানের বিনাশ নেই |
চাওয়া পাওয়ার হয়না শেষ, মন তাই অশান্ত, প্রাণে শান্তি কই ||


শান্ত চিত্ত খুঁজে বেড়ায় অবিনশ্বর চেতনা |
প্রদীপ শিখা হাওয়ায় কাঁপে, চঞ্চল অহমিকার ফণা ||


জলের গভীরে যে মাছ থাকে, তার তৃষ্ণা কোথায় |
পাহাড় ভেঙে কেদার যাই- তিঁনি যে জাগ্রত হিয়ায় ||


সঠিক সময় সত্য পায় প্রকাশ |
গাছে পাকে ফল একই ঋতুতে, দাও না জল বারো মাস ||


চিন্তা মানুষের অস্তিত্বকে আগুনের মতো করে গ্রাস |
চিন্তা শূন্য মনে শান্তি অপার, ধ্যানে ধৈর্যের অবকাশ ||


কীভাবে মানুষ মহান হয় তাঁরই সম্পদে |
মাটির নীচে মৃতদেহ, ধুলোর সাথে আছে মিশে, বিদায় কালের বিপদে ||


জ্ঞানের অনুসন্ধানই করে জয় মৃত্যুভয় |
অন্ধের কাছে আয়নার কী মূল্য, বিন্দু মেশে সাগরে জানি, উল্টোটা কী হয় ||

চলবে