সৃষ্টির মধ্যেই তাঁর স্রোত, প্রাণের ভিতর তাঁর শব্দ |
শিখ গুরুর শিষ্টাচারে দোদুল্যমান স্তব্ধ ||


তিঁনি নানান বেশে ঘুরে বেড়ান অমর পৃথিবীতে |
মানুষের রূপে রঙে ভালোবাসায়- নয়কো অভিঘাতে ||


তিঁনি নন বালক, নন যুবক, নন বয়োবৃদ্ধ |
তাঁর জাতপাত নেই, লিঙ্গ নেই, নেই আদি অন্ত- ভেদাভেদ দগ্ধ ||


অজ্ঞানী জীবন মিষ্টির সাথে মাছিও খেয়ে বসে |
গুরু ছাড়া মানুষ সমুদ্র জলে একাকী ভাসে ||


হিন্দু বা মুসলমান বা খৃস্টান না হয়ে মানুষ হওয়া উচিত |
রাজা মহারাজার বিপুল ভান্ডার তুচ্ছ জীবনের আশীর্বাদের নিকট পরাজিত ||


যা তোমায় শান্তি ও শ্রদ্ধা এনে দেয়, সেই কথাই বলো |
বিনা দ্বিধায় শান্তির পথে শ্রদ্ধার সহিত এগিয়ে চলো ||


মন্দের মধ্যে ভালো দেখো, ভালোর ভিতর মন্দ |
ভালোমন্দ মনের গভীরে না যেন জাগায় কোনও দ্বন্দ্ব ||


যেমন বীজ বপন করো, তেমনই গাছ পাবে |
মোহমায়া লোভলালসা অহংঅসত্য ত্যাজ্য- অমৃত দেখবে সবে ||  


চলবে