হারানো মান পাবে ফিরে সূর্যের এই দেশ |
ভারতের কাছে বিশ্বের ঋণ অসীম অশেষ ||


ভোগের মধ্যে যোগ, যোগের মধ্যে ভোগ |
শূদ্রের নবজাগরণের সূচনা- ছুৎমার্গ রোগ ||


মঠ মিশন তৈরি হল- গঙ্গার পবিত্র আলো জাগালো আবেশ |
সকল ধর্মের সকল মানুষ পেল আশ্রয়- গর্বিত স্বদেশ ||


মহাভারতের মহামানবের মহাসাগরের মহাতীর্থে মহাসন্ন্যাসীর মহাপ্রয়াণ |
প্রাণের পাঁকে প্রস্ফুটিত পদ্ম- জড়ে জীবে জীবনের জয়গান ||


আবার বিশ্ব ব্যাপিয়া উঠিল জাগিয়া কোন সে গানের কলি |
দেবতার পাদপদ্মে নিবেদিত সর্ব সেরা সংগীত গীতাঞ্জলি ||


জগৎ সভায় সব দেশের ভিড়ে ভারত লবে শ্রেষ্ঠ আসন |
গুরুদেবের গুরুদক্ষিণায় শান্তির আবাসন ||


ভারতমাতা রত্নগর্ভা, তবু দুঃখের অন্ত নেই |
সময় আজ টালমাটাল- অস্থিরতায় হারানো খেই ||


কোথায় সেই যুবক- দেখিনা তাঁরে কোথাও: এসো হে সূর্য, জাগাও নবপ্রাণ |
ভারত চরিত মানস ফিরে পাক অতীতের সম্মান ||


সমাপ্ত