গঙ্গা মা পূজিতা হন দেবী রূপে |
বাতাস তাঁর বয়ে আনে বার্তা- যুদ্ধ নয়, শান্তি চাই- মুগ্ধ চরাচর সুগন্ধি ধূপে ||


ভারত যখন পৌঁছেছিল মানবতার তীর্থে, তখন কোথায় ছিল বিদেশী সভ্যতা |
পশুর মতো শিকার করতো পশু- জঙ্গলের অজ্ঞানতা ||


অজ্ঞান মানুষ সভ্য হলেও অজ্ঞানতা রয়ে যায় |
আফ্রিকাতেই তাই মানুষ ধরার দল পৌঁছায় ||


মানুষ হয়ে মানুষ ধরা, পশু শিকারের থেকেও ঘৃণ্য কাজ |
কত বিজ্ঞান, কত প্রযুক্তি বয়ে গেল ধমনীতে, তবুও বদলায়নি বন্য সাজ ||


ভারত সাম্রাজ্যবাদী ছিল না কভু, জেনো |
হাজার আঘাত পেলেও শান্ত হৃদয়ে আপন করেছিল, শোন ||


ঐশ্বর্য বিপুল, অসীম অতল ভান্ডার, ধনী |
জন্তুর লোভ চোখে নিয়ে বহিরাগতের দল খনন করতো খনি ||


ভালোবেসে আপন করা মানে হেরে যাওয়া নয় |
ভালোবাসা বিশ্বজয়ী, ভয় দিয়ে কী দমানো যায় অভয় ||


সব সংস্কৃতি মিলেমিশে একাকার |
ভারত আত্মায় বিলীন হল চিরতরে যত রণ হুঙ্কার ||


(চলবে)