পরিব্রাজক হিউয়েন সাঙ আসেন এ দেশে স্বমহিমায় |
বৌদ্ধ লিপি সংগ্রহ করেন শান্ত শীতল ছায়ায় ||


দর্শনের আগ্রহেই এসেছিলে- যুদ্ধবাজ নন |
এ দেশে লিপিতে নয়, হৃদয়েই দর্শনের স্থান ||


পালি ভাষা তাঁরই স্নেহে যত্নে পালিত |
জ্ঞান সম্মান রক্ষা করলেন- যুদ্ধ পদদলিত ||


লিপি তিঁনি নিয়ে যেতে চান, কোনও বাঁধা নেই |
দর্শন কারো নিজস্ব সম্পদ নয়- কূল খুঁজে পাবে অথৈ ||


বৌদ্ধ ধর্ম প্রচার হবে দূর থেকে দূরান্তরে |
স্নেহ সিক্ত শান্তির প্রবেশ যুদ্ধবাজের অন্তরে ||  


পন্ডিত মানুষ তিঁনি, পথে ঘুরে জ্ঞান লাভ |
সংগ্রহ করেন দুর্লভ, এটাই স্বভাব ||


ফেলা উচিত নয় কোনও কিছু- সবই মূল্যবান |
রক্ষা করবেন দিলেন আশ্বাস- দার্শনিক মহান ||


হারায়নি কোনও কিছু- হারাবেও না |
ভারত আত্মার শ্বাস বায়ু অপরের ভূমিতে উন্মুক্ত করে ডানা ||


(চলবে)