মঙ্গলদীপ যে দেশে জ্বলে, মঙ্গল সাম্রাজ্য হারায় খেই |
যুদ্ধের দামামা বাতাসে হরিবোল, শ্মশান পথে খই ||


শকুনের চোখ তার, নেকড়ের দাঁত |
চিতার মতো থাবা, গরিলার পায়ের আঘাত ||


ধন সম্পদের লোভের থেকেও সাংঘাতিক মানুষ মারার লোভ |
লাল রক্তের মতো অচৈতন্য মৃত্যুর ক্ষোভ ||


নিঃশ্বাসে তার চিতার আগুন, লালায় সাপের বিষ |
প্রাণ তার পাথর কঠিন, চিন্তায় হত্যালীলা অহর্নিশ ||


বিশ্রী মুখ মন্ডল- কদাকার কুৎসিত রূপ তার |
সিংহ গর্জনে, ব্যাঘ্র বিক্রমে, শিয়ালের শঠতায় যুদ্ধের হুঙ্কার ||


নিষ্পাপ শিশুর কান্না পৌঁছায় না হৃৎপিণ্ডের অন্তরে |
নিজের মনেরই অজ্ঞাত গভীরে রোজ রোজ সে মরে ||


পুরুষ নন, যে নারীর প্রেমে হবেন বিলীন |
কাপুরুষ তিনি- সারা শরীরে পাপের দগদগে ঘা, গা ঘিনঘিন ||


তবুও ছেড়ে চলে যেতে হল সুন্দর সমৃদ্ধ জায়গা |
বহুদিন পূর্বে আমরা পরিষ্কার করেছি এক অসহায় কুষ্ঠ রোগীর ঘা ||


(চলবে)