লোহার পথে লোহার চাকা ঘুরিয়ে উপস্থিত সাহেবের দল |
ব্যবসাই লক্ষ্য, তাই প্রাচুর্যে পরিপূর্ণ ভারতই সম্বল ||


শিক্ষিত মানুষই রাজনীতি জানে |
সভ্য মানুষই সাধারণকে বন্দি করে দাবার সুকৌশল দানে ||


চামড়ার রং দিয়ে মানুষের প্রগতি হয় না বিচার |
কতখানি মানুষ হয়ে উঠতে পেরেছে সে- ভালো ব্যবহার ও শিষ্টাচার ||


ধন কুবের ভারতবর্ষ কিন্তু ভোগবাদী নয় |
এটাই তো সাম্রাজ্যবাদের সর্ব প্রথম বিজয় ||


প্রথমে সাহেবের দল ঘামায়নি অত মাথা- দেয়নি তেমন পাত্তা |
পরে বুঝেছে- ব্যবসা বাড়বে বৈকি যদি হওয়া যায় হর্তা কর্তা বিধাতা ||


শুরু হল অনুপ্রবেশ- জাতির শিরা উপশিরা ধমনীতে |
মানুষ ধরলো মানুষ, মানুষ কিনলো মানুষ, মানুষ গেল মানুষকে ছিনিয়ে নিতে ||


দুটি পক্ষ, দেখতে অবিকল মানুষেরই মতো, তবে রং আলাদা |
একদল চালায়, ওপর দল চলে; একদল ছেটায়, ওপর দল মাখে কাদা ||


মানুষই মানুষকে খাঁচায় বন্ধ করে |
মরার আগে মানুষই বহুবার মরে ||


(চলবে)