ভগবান যা করেন মঙ্গলের জন্য।
অমঙ্গল হলেও চরম মঙ্গল।
আরো বড় বিপদ হতে পারতো।
সামান্যর ওপর দিয়ে গেল বিরাট গণ্ডগোল।


ভাল ভাবার ভাল দিক আছে।
ভাল ভাবলে হবেই হবে ভাল।
খারাপ ভাবনা এড়িয়ে চলার এটাই সূত্র।
আঁধারের ভিড়ে এই ভাবনাই এক চিলতে আলো।


যা কিছু খারাপ, ভাল খোঁজো তাতে।
দেখবে সব ভাল মনে হবে।
সব ভাল যার শেষটাও তার ভাল।
হতাশা থেকে সহজেই রেহাই পাবে।


তার দিকে মন দাও রোজ দুবেলা।
সব ভালোর মধ্যেই তিনি বিরাজমান।
তার হাত ধরেই দেখি আলোর জগৎ।
অন্ধকার মনে মুক্তির অজেয় গান।