কর্কশ গলায় বললো, 'এবার শুরু খেলা'।
রাত নিঝুম, জোনাকির মেলা।
মনের গভীরে কত কারচুপি,
শ্বাস ফেলে চুপিচুপি।
কাল সকালে মানুষ বুঝবে ঠেলা।  


আরেকটা কর্কশ গলা, কার হতে পারে !
জোনাকিরা হারিয়ে যায় অজানা অন্ধকারে।
'তোমার খেলা শেষ।
এবার কপালে দুঃখ অশেষ'।
নিয়তির অট্টহাসিতে আতঙ্ক চারিধারে।