১) বিদুর


কে বলে বিদুর সবজান্তা?
সে সব থেকে বড় মূর্খ!


কুরুক্ষেত্র হৃদয়ের লড়াই।
পুণ্য ও পাপের।  
পুণ্যবানেরা পাণ্ডব।
পাপীরা কৌরব।


বেঁচে থাকতে গেলে নিজের সাথে
নিজেকে লড়ে যেতে হয় প্রতিনিয়ত।
সেই লড়াই থেকে পালিয়ে যাওয়া মানে
আত্মহত্যা করা।
আমার মতে মহাভারতের বিদুর আত্মহত্যা করেছিলেন-
নিজের থেকে পালিয়ে গিয়ে।


তারাই প্রকৃত জ্ঞানী,
যারা যুদ্ধটা লড়ে জিতলেন।
অর্থাৎ পাণ্ডবরা।
আর যিনি নিজে দাঁড়িয়ে থেকে ধর্ম যুদ্ধটা লড়ালেন,
সেই কৃষ্ণ হলেন দার্শনিক।


২) হঠাৎ বড় হওয়া


যা লোকে বলতো, মেনে নিতাম মাথা নত করে।
সেই দিন এক অন্য ঘটনা ঘটল।
কিছুতেই মাথা নত করে মানতে চাইছিলাম না-
অকাট্য যুক্তি বারবার মাথা তুলে ধরছিল।
মা বললেন, 'তুই তো বুঝদার হয়ে গেছিস'।
বাবা বললেন, 'এবার জীবন যুদ্ধে নামার সময় এসে গেছে'।
আমি বললাম, 'এর নামই তাহলে বড় হওয়া'।