এই পুজো এল বলে।
কত ছন্দ, কত সাজ।
ঘোমটার আড়াল থেকে বেরিয়ে আসা উৎসুক মুখে
নেই প্রশ্ন, নেই লাজ।
এই ক'দিন কোথায় বিশ্রাম-
প্রচুর প্রচুর কাজ।


হাতে পেলাম বুড়ির চাঁদ,
কিছু দিনের জন্য।
মেঘ না চাইতেই জল-
অকারণে বিশেষ ধন্য।
শিকল ভেঙ্গে এদিক ওদিক,
ক'দিন বন্য।


শত সতর্ক বার্তা-
আর পাঁচটা পুজোর মতো এই পুজোটা নয়।
বনের স্বাধীনচেতা পাখি
হঠাৎ বনদপ্তরের খাঁচায়।
মাত্রা ছাড়া ভাষার অক্ষর,
আনন্দের সাথে মিশে ভয়।


দেখতে দেখতে চার দিন শেষ-
শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য।
এখন শেষ বেলা-
অপরিণত বুদ্ধিতে কেশ অকাল পক্ক।
হঠাৎ শূন্যতা, বিয়ে হয়ে সদ্য চলে যাওয়া মেয়ে,
শান্ত শ্বাস বায়ুর ভিড়ে নিস্তেজ কক্ষ।