তোমার বাবা এসে বলেন, 'আমি কী মেয়েকে নিয়ে যাব?'
তোমার সহকর্মীদের সামনে তুমি বলো, 'আমি কী চাকরি ছেড়ে দেবো?'
নিজেকে খুব ছোট মনে হয়।  অপদার্থ মনে হয়।
মনে হয় পাতকুয়োর জমা জলের মতো
শরীরে তাজা রক্তের প্রবাহ থেমে গেছে চিরতরে।
শ্বশুর বাড়ি যাই না, যাই না তোমার আপিসের কোনও পার্টিতে...
আরো কত ছোট হতে হবে: নিজের বাড়িতে থাকি, বেকারও নই...
তুমি বাবার সাথে যাবেও না, চাকরিও ছাড়বে না, তবুও...
ভালোবাসা মানে অন্য কোনও ফুল নয়, শুধু গোলাপ ফুল-
এই ফুলের সাথে কাঁটাও থাকে কারণ
এই পথ জাতীয় সড়কের মতো মসৃণ নয়।
গোলাপের কাঁটা যত্ন করে রাখতে পারি না,
তাই পথে পড়ে থাকা গোলাপের পাপড়ি গুলোকে
অভিমানী বুকে আগলে রাখতে চাই!