তিনি বিলীন হয়ে গেলেন কোথায়?
বিগ্রহে,
মহাসমুদ্রে,
মানুষের পাশবিকতায়?
সবটাই  অনুমান, লোকের মুখে মুখেও রটে।


মানুষ হয়ে যিনি জন্মান, তিনি মানুষই-
মানুষের মতো অপরিসীম কিন্তু অলৌকিক নন।
যারা মানুষ হয়ে মহতের কাজ করেন, তারা ভগবান।
যারা মানুষ হয়ে অমানুষের কাজ করে, তারা শয়তান।
পৃথিবীর বুকে এই ভগবান আর শয়তানের লড়াইটাই
হয়ে চলেছে প্রথম সূর্যোদয় থেকে।
হতে পারে এ ক্ষেত্রে ভগবানের শক্তি কম
কিন্তু তার নাম নিয়ে নিজের ভিতরকার শক্তিকেই
জাগিয়ে তুলি আমরা !


আমার মতে তিনি বিলীন হয়ে গেছিলেন নিজের মধ্যেই,
দেখতে পেয়েছিলেন নিজের সত্তাকে।
সত্তা কোনও দিনও হারায় না, মানুষ হারালেও।
সে বেঁচে থাকে কাজে ও আমাদের সত্তার ভিতর।