বসন্তের কোকিল আমি নই-
আমি কদাকার কর্কশ কৃষ্ণবর্ণ কাক।
বসে আছি গাছের ডালে এক বসন্তের বিকেলে।
অস্তাচলগামী সূর্যের হলুদ আরো ফিকে হয়ে যাক!


সূর্য কী দেখাবে আমায় সকালের লাল মুখ?
সারা রাত বসে আমি গুণি সময়।
চোখ মেলে দেখার চেষ্টা করি পৃথিবীর অপর প্রান্ত-
ভোরের আলো যেখানে মায়াময়।