বিশ্বামিত্র ধ্যানমগ্ন | দেবরাজ চিন্তিত |
রাজার খেতাব হারাবার ভয়ে ভীত |
বিবেক ভুলে বুদ্ধির সাহায্য নেওয়া |
মেনকা বদলে দেবে দিন বদলের হওয়া |


বিশ্বামিত্র ধরা দিলেন | মেনকার বহু পরিশ্রমের ফল |
ক্রোধের আগুনের ছাই হাওয়ায় দগ্ধ |
মাঝ সমুদ্রে শান্তিতে সাঁতার |
জ্ঞান দর্শন যা কিছু, রূপে লাবণ্যে মুগ্ধ |


ভুল করে নয়, বুঝে শুনেই ভুলটাকে
রেখে গেলেন ধরার মাটিতে মেনকা |
শকুন উদ্ধার করলো কন্যা সন্তান, নাম শকুন্তলা |
কিসের অপরাধে জন্ম থেকেই  সে অনাথ একা!


বিশ্বামিত্র ভীরু জ্ঞানের কাছে | মেনকা রূপের কাছে |
শকুন্তলা ভয় পায় পরিচয় |
পূজা পুষ্পাঞ্জলি হারাবার ভয়ে ভীত ভগবান |
তবু শাস্ত্রে নেই সত্যের অপচয় |


হারিয়ে গেছে যুগ | হারিয়ে গেছে কাল |
বৈদিক যুগ পার হয়ে এখন কলির কবল |
শাস্ত্র এখন অসত্যে ভরা ভান্ডার |
মানুষের মান শকুন্তলার কলঙ্ক, হুঁশ ছলনার শিকার |