বহু বছর বাদে দুজনের দেখা।
ইস্কুলের বন্ধু।
বেঞ্চে পাশাপাশি বসতো- এখন নদীর এপার ওপার-
একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার;
একজন রক্ষক, একজন সর্বজনীন;
একজন মানব দেবতা, একজন কারখানার খাটিয়ে...
বন্ধুত্বে উচ্চ নীচ নেই, পেশাতেও নেই,
তবু কেন এতো সংকোচ !
সমাজ ভেদ তৈরি করে,
অথচ সকলে মিলেই সমাজ গড়ে।
তবুও মানুষ ভিন্ন, কাজ ভিন্ন, অধিকার ভিন্ন...
সমাজ হোক ইস্কুলের মতো-
সকলে পাশাপাশি বসার সুযোগটুকু অন্তত পাক !