ও নীচু কুলের কালো মেয়ে-
বৈষম্যের নানা মুখ, নানা ভাষা:
তা রং, জাতপাতই হোক বা
দু পায়ের মাঝখানের অব্যক্ত যন্ত্রণাই হোক...


ওর বাবা মা মরা পোড়াতেন |
দৌড়ানো নেশা, তা একদিন পেশায় দাঁড়াবে
ও কখনও ভাবেনি- অনামা পাহাড়ের অনামা ঝর্ণা
কখনও নদী পথ বেয়ে সমুদ্রে মিশবে তা ও বোঝেনি |
চলেছে পথ ধুলো বালি মেখে,
ঝেড়ে নিয়ে মুছতে চেয়েছে কলঙ্ক...  


শ্রমের প্রতীক অলিম্পিকে সোনার পদকের অধিকারিণী!


ফর্সা হলে হয়তো পুরুষেরা শিস দিয়ে কাছে ডাকতো |
কদাকার শ্রমজীবী নারীর ঠাঁই নেই মানব দরবারে-
ব্যবসাতেও এরা কাজে আসে না |  


বাবা মা আকাশের তারা হয়ে আশীর্বাদ করেন-
সুখের পোড়া মুখ তারা এ জীবনে দেখেন নি:
যেভাবে মুখোশ পরা মানুষের আসল রূপ দেখা যায় না |


একজন ফর্সা পুরুষ সত্যি ওকে বুঝলো:
ও এখন দেশের ফার্স্ট লেডি...


তবু বৈষম্য নীল আকাশে দেখা দেয় কালো মেঘ হয়ে,
ঘৃণা ঝরে বৃষ্টি হয়ে |
নীচু কুলের কালো মেয়ে বলে 'দানবী' ওর নাম,
তবে পরিচয় নয়- দানব দানবীরাও বৈষম্যকে জুতো মারে
যা সুন্দর সুন্দরীরা পারে কই!