ত্রিদেব অসুর কুলকে বর দেন।
অসুর কুল ফুলে ফেঁপে ওঠে।
দেবতাদের আক্রমণ করে।
মাতৃশক্তি দেব কুলকে অসুর কুলের হাত থেকে রক্ষা করেন।
আসুরিক বিদ্যা মনুষ্য কুলের জন্য হিতকর নয়।
তাই অসুর কুলের বিনাশ হওয়া উচিত।


ধরুন,
ত্রিদেব হল আমার আপনার ইচ্ছা।
অসুর তাহলে লোভ।
মাতৃশক্তি বিবেক।
মনের ইচ্ছা এতো ভয়ঙ্কর যে
তা মানুষকে লোভী করে তোলে।
লোভী মানুষ মানুষকেই ঘৃণা করে।
মানুষকে ঘৃণা করা পাপ।
তাই লোভে পাপ।
মৃত্যুর আগে বিবেক জেগে ওঠে।
মা সন্তানকে বারবার শুধরোবার সুযোগ দেন।
শুধরে গেলে ভালো,
না শুধরোলে মৃত্যু।


তাই ভেবে চিন্তে বরদান করা উচিত।
যাকে তাকে বর দিলেই বিপদ।
যোগ্যতা যাচাই করে, তবেই বর দিন।
এটা বর বৌ খেলা নয়,
এটা জীবন মরণের খেলা।