বৌঠান ছিলেন বান্ধবী মাত্র।
চেপে ধরতেন দু হাত যখন পেতাম না কিনারা।
কোনও জটিল সম্পর্ক ছিল না।
দিনে রাতে খেলার সাথী ছিলাম মোরা।


দাদা তুমি ভুল বুঝলে-
শেষ হয়ে গেল একটা তাজা প্রাণ!
তোমার সাথে সম্পর্ক রাখবো না কভু,
যদিও তুমি বাঁধতে শিখিয়েছিলে গান।


পাঁকের মাঝে বেড়ে ওঠে এ পদ্ম-
ঠাকুরবাড়ি যায় চুপ করে।
অতীত ভুলবো কীভাবে!
বউকে নিয়েই বাঁচবো বাকি জীবন এই বদ্ধ ঘরে...